অরুণাচলের চিন সীমান্তের খুব কাছেই এবার ভেঙে পড়ল ভারতীয় সেনার একটি হেলিকপ্টার। ঘটনায় প্রাণ হারিয়েছেন পাইলট। সেনা সূত্রে খবর, তাইওয়াংয়ে ভেঙে পড়ে এই হেলিকপ্টার। এই অঞ্চল থেকে চিন সীমান্ত মাত্র ১০ কিলোমিটার। এই ঘটনায় বাকিদের উদ্ধারে কাজ চলছে।
পাহাড়ি এলাকায় মূলত চিতা হেলিকপ্টারেই কাজ করে ভারতীয় সেনা। সিয়াচেন থেকে বাকি দুর্গম এলাকায় এই হেলিকপ্টারের সাহায্যে রসদ নিয়ে যাওয়া হয়। প্রয়োজনে অস্ত্রবাহী চপার হিসাবেও কাজে লাগায় ভারতীয় সেনা।
এরআগে কাশ্মীরের গুরেজে ভেঙে পড়েছিল আরও একটি চিতা হেলিকপ্টার। অসুস্থ বিএসএফ জওয়ানদের আনতে ওই সেক্টরে পাঠানো হয়েছিল হেলিকপ্টারটিকে। সাম্প্রতিক সময় পর পর দুটি চিতা হেলিকপ্টার ভেঙে পড়ায় উদ্বেগ সেনার অন্দরেই।