এই নিয়ে তিনবার। ইডির সমনে সাড়াই দিলেন না দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতির অভিযোগে এর আগেও কেজরিওয়ালকে সময় পাঠানো হয়েছিল। বুধবার ইডি সূত্রে দাবি করা হয়েছে, এদিনও আসছেন না আপ নেতা। কেন আসছেন না, তা অবশ্য স্পষ্ট করা হয়নি।
এই দুর্নীতির অভিযোগ জেল খাটচ্ছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী। এই ইস্যুতেই গতবছর দু বার সমন পাঠানো হয়েছিল কেজরিওয়ালকে। সেই দুবারই তিনি ইডির দফতরে যাননি। আপের তরফে দাবি করা হয়েছিল, লোকসভা ভোটের আগে বিরোধীদের কোমড় ভাঙতেই এই সমন। কারণ, কেজরিওয়াল হাজিরা দিলেই তাঁকে গ্রেফতার করা হবে।
বিরোধী জোটের হয়ে আপ নেতা যাতে প্রচার করতে না পারেন, সেই কৌশলেই এই সমন করা হচ্ছে। এদিন অবশ্য আপের তরফে দাবি করা হয়েছে, আবগারি দুর্নীতিতে কেজরিওয়ালকে সমন পাঠানো বেআইনি। এই ব্যাপারে তারাও ইডিকে জিগাসা করেছিল। কিন্তু সমন সম্পর্কে ইডির পক্ষ থেকে স্পষ্ট কিছু বলা হয়নি।