আবগারি দুর্নীতি মামলায় ৫০ দিনের মাথায়, শুক্রবার শর্তসাপেক্ষ অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পয়লা জুন পর্যন্ত সাময়িক মুক্তি মিলেছে তাঁর। জেল থেকে বাইরে আসার পরদিন সকালেই, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কনট প্লেসের হনুমান মন্দিরে পুজো দেন।
এরপর , আম আদমি পার্টির অফিসে একটি সাংবাদিক সম্মেলন করবেন আপ প্রধান। এছাড়াও দিনভর একাধিক কর্মসূচি রয়েছে দিল্লীর মুখ্যমন্ত্রীর। শনিবার , কেজরিওয়াল দলের লোকসভা নির্বাচনী প্রচারের অংশ হিসাবে প্রথমে দক্ষিণ দিল্লিতে এবং তারপরে পূর্ব দিল্লিতে দুটি রোডশো করবেন।
Dilip Ghosh: 'পোষা কুকুরের মতো...', ফের দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক! কেন বললেন একথা?
উল্লেখ্য, শুক্রবার সন্ধে ৭টা নাগাদ তিহাড় থেকে কেজরির বেরোনোর অপেক্ষায় ছিলেন কেজরির স্ত্রী সুনীতা, দিল্লির মন্ত্রী অতিশী, সৌরভ ভরদ্বাজ সহ আপের কর্মী সমর্থকেরা। সোমবার চলতি লোকসভা ভোটের চতুর্থ দফা। লোকসভার বাকি দফার প্রচারের জন্য মঙ্গলবার সুপ্রিম কোর্টের কাছে হলফনামা দিয়ে আবেদন করেছিলেন আপ নেতা। সেই আবেদন এদিন মঞ্জুর করল শীর্ষ আদালত। যদিও প্রাথমিক ভাবে কেজরির এই আবেদনের বিরোধিতা করেছিল ইডি।