এনসিবির (Narcotics Control Bureau) তদন্তে অবশেষে নির্দোষ প্রমাণিত হল শাহরুখ (shah rukh khanও) পুত্র আরিয়ান খান (aryan khan)। তদন্তে আরিয়ান নির্দোষ প্রমাণিত হওয়ায় তাঁকে বেকসুর খালাস করেছে এনসিবি।
গত বছরের অক্টোবর মাসে মুম্বই উপকূলে সমুদ্রে এক প্রমোদতরীতে পার্টি চলছিল। সেই পার্টিতে আচমকা অভিযান চালায় এনসিবি। সেই পার্টিতে ছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান ও তাঁর কয়েক জন বন্ধু-বান্ধবী। অভিযান চালিয়ে এনসিবি সেখান থেকে আরিয়ান এবং তাঁর দুই বন্ধুকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে পার্টিতে মাদক বহন করার অভিযোগ ছিল। গ্রেপ্তারের পর কিছু দিন জেলে থাকার পর জামিনে ছাড়া পান আরিয়ান।
Sharukh Khan's Fans: 'আমরা তোমার পাশে আছি', মন্নতের সামনে প্ল্যাকার্ড নিয়ে ভিড় শাহরুখ-ভক্তদের
কিন্তু শুক্রবার যে চার্জশিট এনসিবি দাখিল করেছে, তাতে তারা দাবি করেছে যে, আরিয়ানের কাছ থেকে নাকি কোনও মাদক মেলেনি। তাই তাকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করে বেকসুর খালাস করা হল।