ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাশকে (Nabakishore Das) নিশানা করে গুলি। পুলিশ সূত্রে খবর, গুলি চালিয়েছেন, এক অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর (ASI)। রবিবার সকালে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, তাঁর বুকে চার থেকে পাঁচটি গুলি লেগেছে। ঘটনার পরই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গোপাল দাশকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সময় পুলিশের উর্দিতেই ছিলেন ওই ব্যক্তি।ব্রজরাজনগর সাব ডিভিশনাল পুলিশ অফিসার গুপ্তেশ্বর বোই বলেন, "অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গোপাল দাশ গুলি করেছেন। গুরুতর জখম অবস্থায় মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
আরও পড়ুন: গুলিবিদ্ধ ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব দাশ, ভর্তি হাসপাতালে, অবস্থা আশঙ্কাজনক
আহত অবস্থায় মন্ত্রীকে প্রথমে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ঝাড়সুগুড়া বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে ভুবনেশ্বরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হবে তাঁকে।