অসমের উন্নয়নের জন্য কংগ্রেস ছেড়ে জঙ্গি সংগঠনে (Terror Group) যোগ দিলেন অসমের এক যুব নেতা । জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম (স্বাধীন) বা উলফায় (ULFA) যোগ দিয়েছেন তিনি । ২৯ বছর বয়সী ওই যুব নেতা জনার্দন গোগোই অসমের (Assam Congress) সাদিয়া অঞ্চলে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন ।
ফেসবুক পোস্টে তিনি নিজেই জঙ্গি দলে যোগদানের কথা জানিয়েছেন । পোস্টে তিনি লেখেন, 'পরিকল্পিতভাবে' অসমের জনজাতিকে ধ্বংস করা হচ্ছে । নিজের জায়গাতেই অসহায় অসমের মানুষ । এটা আর সহ্য করা যাচ্ছে না । তাই অসমের উন্নয়নের জন্য জঙ্গি সংগঠন উলফায় যোগ দিয়েছেন তিনি । সেইসঙ্গে জানিয়েছেন, অসমের রাজনৈতিক দল এবং সংগঠনগুলির আসল চরিত্র সম্পর্কে তিনি ভালভাবে অবগত ।
আরও পড়ুন, New Army Chief of India : ভারতের নতুন সেনা প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে
পুলিশ এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে । তদন্ত শুরু হয়েছে । পাশাপাশি, একজন ব্যক্তিতে গ্রেফতার করেছে । মনে করা হচ্ছে, ওই ব্যক্তি উলফা-র লিঙ্কম্যান । ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, গোগোইয়ের বাবা-মা শিক্ষক । গোগোই বিবাহিত । তার একটি ছেলে রয়েছে । এমনকী, গোগোইয়ের স্ত্রী দ্বিতীয়বার সন্তানসম্ভবা ।
জঙ্গি সংগঠন উলফায় অসমের বহু যুবক যোগ দিচ্ছে । হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, ২৩০ জন ব্যক্তি জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে । সম্প্রতি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন । ফের আরও এক যুবকের জঙ্গি সংগঠনে যোগ, হিমন্ত বিশ্বশর্মার উপর চাপ বাড়ালো বলেই মনে করা হচ্ছে ।
১৯৭০-এর দশকে উলফা গঠিত হয় । ২০১১ সালে তা বিভক্ত হয়ে যায় । অরবিন্দ রাজখোয়া সহিংসতা বিরোধী দলকে নেতৃত্ব দেন । আর পরেশ বড়ুয়া নেতৃত্বে চলে জঙ্গি সংগঠন ।