দিনে দিনে অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও নয় জনের মৃত্যু হয়েছে। ফলে রাজ্যের সাম্প্রতিক বন্যায় মৃতের সংখ্য়া বেড়ে ৭০ ছাড়িয়ে গেল। রাজ্য প্রশাসন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় তিন শিশু-সহ নয় জনের মৃত্যু হয়েছে। তাঁদের অধিকাংশ মারা গিয়েছে ধসে মাটি চাপা পড়ে। এদিকে রাজ্যে বন্যা দুর্গতের সংখ্য়া প্রায় ৪৩ লাখ। প্লাবিত ৫ হাজারের বেশি গ্রাম।
ব্রহ্মপুত্রের জল ঢুকেছে কাজিরাঙা জাতীয় উদ্যানেও। রাজ্য প্রশাসন সূত্রে খবর, জাতীয় উদ্যানের প্রায় ১৫ ভাগ জলের তলায়। ইতিমধ্যেই অসমের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ইতিমধ্য়েই ত্রাণের কাজের করছে সেনা। উদ্ধারের কাজে লেগে রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। এখনও টানা বৃষ্টি চলছে রাজ্যে। এর উপর মেঘালয়ের বন্যাও অসমের পরিস্থিতিকে আরও জটিল করেছে। রাজ্যের সবকটি জেলা বন্যা কবলিত। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরপেটা ও নগাঁও। দুটি জায়গা মিলিয়ে প্রায় ১৬ লক্ষ মানুষ গৃহহীন।
রাজ্য প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ২ লাখ মানুষকে নিরাপদ জায়গায় আনা হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, ২৪ ঘণ্টা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ব্রহ্মপুত্র লাগোয়া এলাকায় কড়া নজরদারি চলছে।