২০২১ বিধানসভা নির্বাচনের পরবর্তী কালে রাজ্যে হিংসা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। বৃহস্পতিবার হিংসা সংক্রান্ত সব মামলায় এবার স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। ভোট পরবর্তী হিংসার মামলা অন্য রাজ্যে স্থানান্তর করতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে সিবিআই। তার ট্রায়ালেই স্থগিতাদেশের নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতির।
সিবিআই আইনজীবীর অভিযোগ ছিল, পশ্চিমবঙ্গে এই মামলায় যুক্ত অফিসার ও সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে। তাই মামলা স্থানান্তর করা প্রয়োজন। এর আগে জাতীয় মানবাধিকার কমিশনও অন্য রাজ্যে এই সব মামলার শুনানির সুপারিশ করে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল তাঁর বক্তব্য জানানোর সময় সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস জারির নির্দেশ দিয়েছেন।
শীর্ষ আদালতের নির্দেশ, ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য পুলিশের ডিজিকে ব্যক্তিগতভাবে আদালতে হলফনামা দাখিল করতে হবে। ১১ মার্চ, সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি।