সিরডি যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ(Road Accident in Maharastra)। শুক্রবার ভোরে দুর্ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের পাথার গ্রামের কাছে নাসিক-সিরডি জাতীয় সড়কে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। মৃতদের মধ্যে সাত জন মহিলাও রয়েছেন। সংঘর্ষে আহত ১৭ জন যাত্রীর অবস্থাও আশঙ্কাজনক। তাঁদের ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। ইতিমধ্যেই ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে(CM Ekanath Shinde)। ওই বাসটি থানের অম্বরনাথ থেকে সিরিডি যাচ্ছিল। বাসে যাত্রী ছিলেন মোট ৪৫ জন।
শুক্রবার ভোরে নাসিক-সিরডি জাতীয় সড়কে বাস-ট্রাক সংঘর্ষ(Bus-Truck Collision) হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গত মাসেই সিন্নার-সিরডি সড়কে দুর্ঘটনায় প্রাণ হারান মা-ছেলের। বাইক দুর্ঘটনায় প্রাণ হারান তাঁরা।