বর্ষবরণের রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল জম্মু-কাশ্মীরের (J&K) বৈষ্ণোদেবী মন্দিরে (Vaishno Devi Temple)। পদপিষ্ট হয়ে মৃত্যু হল অনেকের। অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। আহত একাধিক। আহতদের স্থানীয় নারায়ণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ।
জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহ সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন, বৈষ্ণোদেবী মন্দির চত্বরে পদপৃষ্ট হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। ১৩ জন আহত। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রাত ২টো ৪৫ নাগাদ ওই ঘটনা ঘটে। দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরই পরস্পরের দিকে তাঁরা তেড়ে যান। যার ফলে পদপিষ্ট হওয়ার এই ঘটনা।
আরও পড়ুন: ভয়াবহ বৃষ্টিতে ভাসছে চেন্নাই, মৃত অন্তত ৩, জারি লাল সতর্কতা
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। শোক ব্যক্ত করেছেন রাহুল গান্ধীও (Rahul Gandhi)। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।