শুক্রবার সকালে উত্তরপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা। দু’টি বেসরকারি বাসের মুখোমুখি ধাক্কায় মৃত অন্তত ৬, জখম হয়েছেন প্রায় ১৮ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান। এই ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।
জানা গিয়েছে, বিহার থেকে ওই বাস দু’টি দিল্লি যাচ্ছিল। লখনউ থেকে ৩০ কিলোমিটার দূরে বারাবাঁকি জেলায় দু’টি বাসের মুখোমুখি ধাক্কা লাগে। তাতে প্রাণ হারান অন্তত ৬ জন। জখম ১৮ জন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের লখনউয়ের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা।
আরও পড়ুন- ISC Result 2022 : আইএসসি পরীক্ষার ফল প্রকাশিত, প্রথম স্থানে ১৮ জন, ৬ জনই বাংলার
নিহতদের পরিবারের প্রতি টুইটে শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি লেখেন, “পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় প্রাণহানি খুবই দুঃখজনক ঘটনা। প্রশাসনিক আধিকারিকদের দুর্ঘটনাগ্রস্তদের পাশে থাকা এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।”