টানা বৃষ্টিতে বিপর্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাত। রাজ্যে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে সাত জনের মৃত্য়ুর খবর পাওয়া গিয়েছে। রাজ্য়ের দলকল বিভাগ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ হাজার মানুষকে নিরাপদে সরানো হয়েছে। রবিবার রাত থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে রাজ্য়ে। যার জেরে জলমগ্ন আমেদাবাদ-সহ একাধিক এলাকা। ইতিমধ্য়েই রাজ্যকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাজ্য়ের আবহাওয়া দফতর সূত্রে খবর, গত আটচল্লিশ ঘণ্টায় শুধু আমদাবাদেই বৃষ্টি হয়েছে ২১৯ মিলিমিটার। জুনের শুরু থেকেই কার্যত দুর্যোগ লেগে রয়েছে গুজরাতের আকাশে। তবে এখনই স্বস্তির কোনও কারণ নেই বলেই জানিয়েছে রাজ্যের আবহাওয়া দফতর। আগামী আটচল্লিশ ঘণ্টায় ভারী থেকে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন : বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণে, ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতায়
পশ্চিম রেল জানিয়েছে, চারটি যাত্রিবাহী ট্রেন এবং একটি এক্সপ্রেস ট্রেন যাত্রা বাতিল করা হয়েছে। গুজরাতের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে ফোন করে পরিস্থিতির খোঁজ নিয়েছেন তিনি।