ভয়াবহ দুর্ঘটনা। ধর্মীয় জমায়েতে ঢুকে পড়ল দ্রুত গতিতে আসা একটি ট্রাক। বেপরোয়া ওই ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে ১২ জনের। যার মধ্যে ৮ জনই শিশু। আহত হয়েছেন অনেকে। ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালীতে।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৮টা নাগাদ। 'ভূমিয়া বাবা'র পুজো উপলক্ষে রাস্তার ধারে অশ্বত্থ গাছের তলায় জমায়েত করেছিলেন পুণ্যার্থীরা। সেই সময় রাস্তার পাশ থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই জমায়েতে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও ৩ জনের। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। পরিবার প্রতি ৫ লক্ষ টাকা সাহায্যের কথা ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও।