চিন-সহ একাধিক দেশে নতুন করে কোভিডের বাড়বাড়ন্ত হয়েছে, এই পরিস্থিতিতে ভারতের নাগরিকদের জন্য টিকার দ্বিতীয় বুস্টার ডোজে়র অনুমোদনের আবেদন জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যের কাছে সোমবার একটি বৈঠকে এই আবেদন জানানো হয়েছে।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর প্রতিনিধি, বিশেষজ্ঞ চিকিৎসক এবং জনস্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে সোমবার বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে জনগণের জন্য চতুর্থ টিকার অনুমোদনের পরামর্শ দেওয়া হয়েছে। কোভিডের এই দ্বিতীয় বুস্টার ডোজে় ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ আরও জোরদার হবে। প্রাথমিক ভাবে স্বাস্থ্যকর্মী এবং জরুরি পরিষেবার সঙ্গে জড়িতদের এই টিকা দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।
Lionel Messi: ভারতের এই অঞ্চলে ফুটবলের প্রশিক্ষণ দেবে লিও মেসির দেশ
চতুর্থ টিকা ছাড়া মাস্ক, স্যানিটাইজারের বাধ্যতামূলক ব্যবহার, দূরত্ববিধি মেনে চলার মতো বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপের পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রীকে।