যুদ্ধের আবহে ভারতীয় পড়ুয়াদের নিয়ে ইউক্রেন (Ukraine) থেকে দেশে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান। ২৪০ জন ভারতীয়কে নিয়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমান ইউক্রেন থেকে ভারতে পৌঁছল। ফ্লাইট AI 1946 ইউক্রেনের রাজধানী কিয়েভের বরিসপিল (Boryspil ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতীয় সময় সন্ধে ৬ টায় (IST) থেকে যাত্রা শুরু করে এবং মঙ্গলবার রাত ১১.৪০ এ ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে ( Indira Gandhi International Airport ) নামে।
যুদ্ধের আশঙ্কায় ইউক্রেন থেকে ফিরে আসা পড়ুয়াদের অনেকেই ইউক্রেনে ডাক্তারি পড়ছেন। দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে ওই ছাত্রদের বক্তব্য, যুদ্ধের আশঙ্কা থাকলেও পরিবেশ এখনও শান্তিপূর্ণ। তবে চাপ উত্তেজনা যে রয়েছে তা স্পষ্ট। ভারতীয় দূতাবাসের পরামর্শ মেনেই তাঁরা দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। কিছুদিন আগেই কিয়েভের ভারতীয় দূতাবাস পড়ুয়াদের দ্রুত ইউক্রেন ছাড়ার পরামর্শ দেয়।