‘ভারত জোড়ো’ যাত্রা বন্ধ করার জন্য করোনাকে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে,অভিযোগ, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। ‘ভারত জোড়ো যাত্রা’ স্থগিত করার অনুরোধ করে রাহুলকে একটি চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাব্য। তার প্রেক্ষিতেই এমন অভিযোগ রাহুল গান্ধীর।
পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও আনেন কংগ্রেস সাংসদ। রাহুল বলেন, এই সফরের সাফল্য দেখে বিজেপি ভয় পাচ্ছে। রাহুল গান্ধী আরও বলেন, ভারত জোড়ো যাত্রা ১০০ দিনের বেশি অতিক্রান্ত। এতে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, সব বর্ণ-ধর্মের মানুষ সামিল হয়েছেন।
গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ভারত জোড়ো যাত্রা ইতিমধ্যে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ হয়ে রাজধানী দিল্লিতে ঢোকার মুখে। হরিয়ানায় ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব শুরু হবে ৬ জানুয়ারি।