অপহরণ করে গণধর্ষণ। এরপর কিশোরীর পোশাক নিয়ে পালাল অভিযুক্তরা। প্রায় ২ কিলোমিটার রাস্তা হেঁটে ফিরল কিশোরী। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে।
রাস্তায় বিবস্ত্র কিশোরীকে দেখেও কেউ সাহায্যের জন্য এগোয়নি বলে অভিযোগ। অধিকাংশই ছিলেন নীরব দর্শকের ভূমিকায়। কেউ কেউ মোবাইলে ওই কিশোরীর ভিডিয়ো তোলেন বলেও অভিযোগ। নেটমাধ্যমে সেই ভিডিয়ো ছড়াতেই আলোড়ন পড়ে যায়। সংবাদ সংস্থা সূত্রে খবর, ঘটনাটি ২ সপ্তাহ আগের। মোরাদাবাদ-ঠাকুরদোয়ারা রাস্তা দিয়ে হেঁটে ফেরে ওই কিশোরী। মোরাদাবাদ পুলিশ জানিয়েছে, পাশের গ্রামে একটি মেলায় গিয়েছিল ওই ১৫ বছরের কিশোরী। সেখানেই পাঁচ যুবক ওই কিশোরীকে অপহরণ করে। এরপর গণধর্ষণ করা বলে অভিযোগ ওই পাঁচ যুবকের বিরুদ্ধে। কিশোরীর চিৎকার শুনে এক গ্রামবাসী সেখানে ছুটে যান। ততক্ষণে কিশোরীর পোশাক নিয়ে পালায় ওই পাঁচ যুবক।
আরও পড়ুন: বিয়েতে 'না' পরিবারের, 'অভিমানে' একই গাছে ফাঁস দিয়ে আত্মঘাতী নদিয়ার যুগল
গত ৭ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে থানায় অভিযোগ দায়ের করে ওই কিশোরীর পরিবার। কিন্তু প্রথমে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ কিশোরীর পরিবারের। কিশোরীর কাকার দাবি, 'যখন ও বাড়িতে ফেরে, খুব রক্তক্ষরণ হচ্ছিল। বাড়ি ফিরে সব ঘটনা জানায় আমাদের।'
অভিযু্ক্তদের পরিবার সদস্যরা কিশোরীর কাকাকে প্রাণে মারার হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সন্দীপ কুমার মীনা বলেছেন, ৩৭৬ডি,পকসো আইনে এফআইআর দায়ের হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর এখ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খুঁজছে পুলিশ।