দুর্গাপুজো, কালীপুজোতে দীর্ঘদিন বন্ধ ছিল ব্যাঙ্কিং পরিষেবা। নভেম্বর মাসেও মোট ১০দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইন মেনে, অক্টোবর মাসে ২১ দিন ব্যাঙ্ক বন্ধ ছিল। নভেম্বর মাসে কবে কবে ব্যাঙ্ক বন্ধ, আগে ভাগেই জেনে নিন। ব্যাঙ্কে জরুরি কাজ থাকলে সমস্যায় পড়বেন না।
ব্যাঙ্কিং পরিষেবার জন্য প্রতিদিনই ভিড় হয় ব্যাঙ্কে। কোনও কাজ বাকি থাকলে আগামী সপ্তাহে আসতে বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আবার কখনও কোনও কাজে সময় লাগে অনেকটাই বেশি। কিন্তু গুরুত্বপূর্ণ কাজ থাকলে, ব্যাঙ্কে অনেকটা সময় হাতে করেই বেরোতে হয়। অন্য কাজও বাদের তালিকায় রাখতে হয়। তাই ব্যাঙ্কে যাওয়ার আগে দেখে নিন নভেম্বর মাসে ব্যাঙ্কে ছুটির তালিকা।
নভেম্বরে শনি ও রবিবার মিলিয়ে মোট ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১ নভেম্বর মণিপুরের কুট উৎসব। সেদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এছাড়া, পুদুচেরি, হরিয়ানা রাজ্যের প্রতিষ্ঠা দিবস। সেদিন ওই দুই রাজ্যেও ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া যাবে না। কর্নাটক ও কেরলেও ১ নভেম্বর ব্যাঙ্ক বন্ধ। ৮ নভেম্বর গুরুনানক জয়ন্তী। সেদিন একাধিক রাজ্যে ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে। ১১ নভেম্বর কনকদাস জয়ন্তী। কর্নাটকে এই দিন ব্যাঙ্ক বন্ধ। ২৮ নভেম্বরও একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।