আশির দশক। মুম্বই। দুই বাঙালির হাতে বদলে গেল বলিউড। একজন সিনেমার হিরো গৌরাঙ্গ চক্রবর্তী ওরফে মিঠুন (Mithun)। আর দ্বিতীয়জন সিনেমার সুরকার বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)। ১৯৮২ সালে মুক্তি পেল ডিস্কো ডান্সার। এরপর ভারতীয় সিনেমায় শুরু ডিস্কো যুগের। আর তার রাজা বাপ্পি লাহিড়ি। সেখান থেকে আজ তিনি ছিলেন সবার বাপ্পি দা।
তার আগেই অবশ্য় ১৯৭৫ সালে মুক্তি পাওয়া জখমি ছবিতে সুরকার বাপ্পি লাহিড়ি সবে প্রতিষ্ঠা পেয়েছেন। বিশেষকরে কিশোর-আশার ডুয়েট, "জলতা হ্য়ায় জিয়া মেরে ভিগি ভিগি রাত ম্য়ায়"...সত্তরের বলিউডকে এক নতুন মাত্রা দিয়েছিল। ১৯৭৬ সালে মুক্তি পেল চলতে চলতে।
আরও পড়ুন : গানেই থাকবে সন্ধ্য়ার ইন্দ্রধনু, শেষ হল বাংলা গানের এক শতাব্দী
১৯৫২ সালের ২৭ নভেম্বর কলকাতায় জন্ম বাপ্পি লাহিড়ি। বাবা অপরেশ লাহিড়ি আর মা মাধুরী লাহিড়ি ছিলেন সংগীত জগতে পরিচিত নাম। মাত্র তিন বছর বয়সে তবলায় তাল ঠোকা শুরু বাপ্পির। এরপর তাঁর হাতেই তৈরি নকমহালাল থেকে শরাবী, ডান্স ডান্স থেকে বাগি থ্রি।
মিঠুন চক্রবর্তী-বাপ্পি লাহিড়ি (Mithun Chakraborty-Bappi Lahiri) এই জুটিতে বলিউড মজেছিল প্রায় দশ বছর। তবে তাঁর সাফল্য হিম্মতওয়ালা, তোফার মতো সিনেমা। বলিউডের পাশাপাশি টলিউড। সমান সাবলীল। ওগো বধূ সুন্দরী থেকে যে যাত্রা শুরু তা শেষ নীলাঞ্জনায়।
আরও পড়ুন : প্রয়াত বাপি লাহিড়ী! সাতসকালে শোকস্তব্ধ গানের দুনিয়া
দ্যা ডার্টি পিকচার। ২০১১ সালে গায়ক বাপ্পি লাহিড়ি ক্যামব্য়াক দেখেছে বলিউড। ২০১৪ সালে রাজনীতিতে হাতেখড়ি। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু সেই জয় ছিল অধরা।
শ্রীরামপুরে তিনি জিততে পারেননি। কিন্তু সত্তরের দশক থেকে আর এই প্রজন্ম, বলিউড মেতেছে বাপ্পি দায়। সেই ডিস্কো কিং আজ চিরঘুরে।