বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের জন্য এবার আর আলাদা করে ইলেকট্রনিক্স গ্যাজেটস বের করার দরকার নেই। ব্যাগ বা পকেটে থাকা অবস্থাতেই স্ক্যান হবে মোবাইল, ল্যাপটপ সহ যেকোনও ডিভাইস। এমনই এক অত্যাধুনিক স্ক্যানার ইনস্টল করতে চলেছে বেঙ্গালুরুর কেম্পেনগোড়া আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের তরফে জানানো হয়েছে, CTX (Computer Tomography X-Ray) স্ক্যানিং মেশিন ইনস্টল করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মাধ্যমে পুরো শরীর স্ক্যান করা সম্ভব হবে। ব্যাগ বা পকেটের মধ্যে কী সামগ্রী রয়েছে তা নিখুঁত ভাবে দেখতে পাবেন অপারেটররা। আগামী মাস থেকেই পুরোদমে কাজ শুরু করবে নয়া ওই স্ক্যানার।
কী সুবিধা হবে?
বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এতদিন পর্যন্ত যে কোনও গ্যাজেটস হ্যান্ড ব্যাগ থেকে বের করে ট্রে-র মধ্যে রাখতে হতো। এবং সেখান থেকে স্ক্যান করা হতো। কিন্তু এবার আর আলাদা করে ট্রে-তে কোনও গ্যাজেটস রাখার প্রয়োজন নেই। CTX স্ক্যানারের মাধ্যমেই সমস্ত ডিভাইস স্ক্যান হবে। এমনকি হ্যান্ড ব্যাগে কোনও তরল সামগ্রী থাকলে সেটাও ধরা পড়ে যাবে স্ক্যানারে।
এর ফলে সিকিউরিটি চেকিংয়ের ক্ষেত্রে বেশি সময় নষ্ট হবে না। অতি দ্রুত সিকিউরিটি চেকিং শেষ করে বিমানে অনবোর্ড হতে পারবেন যাত্রীরা।
যদিও CTX স্ক্যানিং সিস্টেম ইতিমধ্যে দিল্লি বিমানবন্দরে ইনস্টল করা হয়েছে। কিন্তু সেখানে এখনও এই প্রযুক্তিতে স্ক্যানিং প্রক্রিয়া চালু করা হয়নি।