ন্যাজাল বুস্টার ডোজ (Nasal Booster Dose) ট্রায়ালের অনুমতি পেল কোভ্যাক্সিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক (Bharat Biotech) । এই ইন্ট্রানাজ্যাল কোভিড ভ্যাকসিনের জন্য ফেজ-৩ (Phase-3) ট্রায়ালের অনুমতি দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI) । করোনা টিকার এই বুস্টার ডোজ নাক দিয়েই নেওয়া যাবে ।
জানা গিয়েছে, দেশের ৯ টি জায়গায় এই বুস্টার ডোজ ভ্যাকসিনের ট্রায়াল হবে । এই ইনট্রান্যাজাল বুস্টার ডোজ মূলত তাঁদের জন্য, যাঁরা আগেই কোভ্যাকসিনের দুটো ডোজ নিয়েছেন ।
ভ্যাকসিন প্রস্তুতকারকদের মতে, ন্যাজাল ডোজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং করোনা সংক্রমণ প্রতিরোধে তা খুবই কার্যকর । এই ধরনের টিকা এলে টিকাকরণের সময় ইঞ্জেকশনের ভয়ও আর থাকবে না ।
আরও পড়ুন, Covid-19 Vaccine in market: শর্তসাপেক্ষে খোলাবাজারে আসছে করোনার টিকা, দাম হতে পারে ২৭৫ টাকা
উল্লেখ্য, বৃহস্পতিবারই ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ডকে খোলা বাজারে বিক্রি করার অনুমতি দিয়েছে DGCI । ওষুধের দোকানের পাশাপাশি এই টিকা হাসপাতাল এবং ক্লিনিক থেকে কেনা যাবে ।