বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত ত্রিপুরা(Tripura By-Election 2022)। রাজ্যের চারটি বিধানসভা এলাকাতেই ব্যাপক সন্ত্রাসের অভিযোগ শাসক বিজেপির(BJP) বিরুদ্ধে। বেলা বাড়তেই ভোটারদের গাড়ি ভাঙচুরের অভিযোগে চাঞ্চল্য ছড়ায় আগরতলা(BJP goons attack on voters) মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে। মুখ্যমন্ত্রী মানিক সাহার(Tripura CM Manik Saha) নির্বাচনী কেন্দ্রে এই সন্ত্রাসের অভিযোগে বিস্মিত ত্রিপুরার রাজনৈতিক মহলের একাংশ।
জানা গিয়েছে, বৃদ্ধা মাকে নিয়ে গাড়ি করে ভোট দিতে এসেছিলেন আগরতলা শহরের এক বাসিন্দা। এরপর আগরতলা(Agartala By-Election 2022) ৮নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহারানী তুলসিবতী বালিকা বিদ্যালয়ে ভোট দিয়ে বেরোতেই দুষ্কৃতিরা(BJP goons) ওই গাড়িতে ভাঙচুর চালায়। এই ঘটনার জেরে ওই ব্যক্তির বৃদ্ধা মা অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন- Tripura Bypoll Violence: ভোট শুরু হতেই রক্ত ঝরল ত্রিপুরায়, বিরোধীদের পাশাপাশি আক্রান্ত সংবাদমাধ্যমও
উপনির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত ছিল ত্রিপুরা (Tripura By poll)। একাধিক ভোটকেন্দ্র দখলের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে(BJP attacks on oppositions)। ভোটারদের ভয় দেখানো, ছবি তোলা আটকাতে মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস, বাম এবং তৃণমূল। অন্য দিকে, টাউন বড়দোয়ালী কেন্দ্রের একটি বুথ থেকে কংগ্রেস প্রার্থী(BJP goons attack on Congress polling agent)) আশিস সাহার পোলিং এজেন্টকে বার করে দেওয়া হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে নির্বাচন কমিশনে একাধিক অভিযোগ জানিয়েছে তৃণমূল (TMC)। কিন্তু তাতে কোনও কাজ হয়নি বলেই দাবি তাঁদের।