৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের (Five State Assembly Election) প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফলাফল।
সকাল আটটায় শুরু হয়েছে গণনা। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, উত্তরপ্রদেশে (Uttar Pradesh) এগিয়ে রয়েছে বিজেপি। তবে বেশ কিছু পকেটে ভালো করছে সমাজবাদী পার্টি (Samajwadi Party)। কার্যত দাঁত ফোটাতে পারেনি মায়াবতীর বহুজন সমাজ পার্টি (BSP) এবং কংগ্রেস।
আরও পড়ুন: Assembly Election 2022 : পাঁচ রাজ্য়ের গণনা চলছে, প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে বিজেপি
পাঞ্জাবে (Punjab) কড়া টক্কর চলছে কংগ্রেস (Congress) এবং আম আদমি পার্টির মধ্যে। অনেকটাই পিছিয়ে রয়েছে শিরোমণি অকালি দল এবং বিজেপি।
গোয়া (Goa) এবং উত্তরাখণ্ডে (Uttarakhand) কড়া টক্কর চলছে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। গোয়ায় খাতা খোলার ইঙ্গিত তৃণমূলের। একাধিক আসনে এগিয়ে জোড়া ফুলের প্রার্থীরা। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী মনিপুরে (Manipur) এগিয়ে বিজেপি।