কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটা ফোন। আর তাতেই দিল্লি রয়ে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanata Majumder)। বুধবার লোকসভার শীতকালীন অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন তিনি। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রকের ফোন পেয়ে কলকাতার বিমান বাতিল করেন সুকান্ত। বৃহস্পতিবার দুপুর ১২ টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা।
রাজনৈতিক মহলের দাবি, আলোচনায় উঠতে পারে রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের(Panchayet Election 2023) ভোটকৌশল। ডিসেম্বরেই বাংলায় পড়তে চলেছে তৃণমূল সরকার(TMC Govt.)। ইতিমধ্যেই সেই দাবিতে সরব রাজ্য বিজেপির(BJP West Bengal) একাংশ। তার আগে দিল্লিতে সুকান্তকে ডেকে অমিত শাহ কি বার্তা দেবেন, তা নিয়ে আগ্রহ রাজনৈতিক মহলের। তাঁদের দাবি, ডিসেম্বরে বাংলায় কি হবে, তা হয়তো সময় বলবে। কিন্তু পঞ্চায়েতের প্রস্তুতি হিসেবে ডিসেম্বরকেই বেছে নিলেন অমিত শাহ(Amit Shah)।
আরও পড়ুন- Manik Bhattacharya: ইডির চার্জশিটে স্ত্রী-পুত্রের নাম, ভরা আদালতেই কেঁদে ফেললেন মানিক ভট্টাচার্য
২১শের বিধানসভা ভোটের আগে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi) থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) বা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারা(JP Nadda) একাধিকবার রাজ্যে এসে সভা করেছেন। এবার সেই একই ফর্মুলাতেই পঞ্চায়েত ভোটে( WB Panchayet Election 2023) লড়তে চাইছেন তাঁরা, মত রাজনীতির কারবারিদের। ফলে শাহ-সুকান্তর বৈঠক ঘিরে ক্রমেই বাড়ছে জল্পনা।