হুঁশিয়ারি ছিল কোনওভাবেই মোদীকে নিয়ে বিবিসির তথ্যচিত্র প্রদর্শন চলবে না। শনিবার মহারাষ্ট্র সরকারের সেই হুঁশিয়ারি উড়িয়েই বিবিসি-র তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’ দেখানো হয় মুম্বইয়ের TISS-এ। অভিযোগ, বিবিসির এই তথ্যচিত্রে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজনৈতিকভাবে হেয় করা হয়েছে। যার জেরে গোটা দেশে বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে তৈরি এই তথ্যচিত্র কার্যত নিষিদ্ধ করেছে বিজেপি সরকার। এই পরিস্থিতিতে টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেসে এই তথ্যচিত্র দেখানোর ঘটনায় ক্ষুব্ধ মহারাষ্ট্রের বিজেপি নেতা আশিস শেলার। TISS বন্ধ করারও হুমকি দিয়েছেন তিনি।
শনিবার তথ্যচিত্রটি ক্যাম্পাসে দেখানো হয় ৷ কিন্তু ছবি দেখানোর জন্য অনুমতি দেয়নি টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস কর্তৃপক্ষ। এরপর নিজেদের উদ্যোগে তথ্যচিত্রের প্রদর্শনী শুরু করে প্রোগ্রেসিভ স্টুডেন্টস ফোরাম’ (PSF) নামক পড়ুয়াদের একটি মঞ্চ।
আরও পড়ুন- TISS-Modi Docmentary: কর্তৃপক্ষের সায় ছাড়াই মোদীর তথ্যচিত্র দেখানোর উদ্যোগ TISS-এর মুম্বই ক্যাম্পাসে
ঘটনার খবর পেতেই শনিবার রাতে ক্যাম্পাসের বাইরে সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপি এবং বিজেপির যুব সংগঠন বিজেওয়াইএমের সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তবে ক্যাম্পাসের অন্দরে বড় স্ক্রিনে প্রদর্শনের অনুমতি নেই বলে তাঁদের জানায় পুলিশ। এরপর কিছুটা শান্ত হন বিক্ষোভকারীরা।