প্রজাতন্ত্র দিবসের (Republic Day) ট্যাবলো নিয়ে কেন্দ্র-রাজ্যের তরজা ক্রমশ বাড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চিঠির পর এবার ট্যাবলো বিতর্ক নিয়ে মুখ খুললেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় (Tathagata Roy)। প্রধানমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গের ট্যাবলোর অনুমতি চেয়ে টুইট করেন তিনি।
টুইটে তথাগত রায় লেখেন, "প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, অনুগ্রহ করে প্রজাতন্ত্র দিবসের উৎসবে পশ্চিমবঙ্গের ট্যাবলোর অনুমতি দিন। এতে নেতাজি সুভাষচন্দ্র বসুর বীরত্বের চিত্র তুলে ধরা হয়েছে। নেতাজির সংগঠন আইএনএ ব্রিটিশদের বিশ্বাস নাড়িয়ে তাদের দ্রুত দেশ ছাড়তে বাধ্য করেছিল।"
আরও পড়ুন: : প্রজাতন্ত্র দিবসে বাদ বাংলার ট্যাবলো ? প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
প্রত্যেক বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে (Republic Day Parade) স্থানীয় শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে ট্যাবলো পাঠায় রাজ্যগুলো। এবার পশ্চিমবঙ্গের থিম ছিল সুভাষচন্দ্র বসু ও স্বাধীনতা সংগ্রামীদের দেশপ্রেম। এবার সুভাষচন্দ্র বসুর ১৫০তম জন্মবার্ষিকী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে প্রধানমন্ত্রীর দফতরে জানান, সুভাষচন্দ্র বসুর পাশাপাশি ট্যাবলোতে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিরসা-মুণ্ডা, রমেশচন্দ্র দত্ত, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতো বাঙালি ব্যক্তিত্ব। এই ট্যাবলো বাতিল করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন করেন মুখ্যমন্ত্রী।