গুজরাট বিজেপির(BJP win Gujarat Election 2022)। ১৫০টিরও বেশি আসন নিয়ে গান্ধীনগরের মসনদে গেরুয়া শিবির। 'ব্র্যান্ড মোদী'-কে হাতিয়ার করে নিজের রাজ্যে কংগ্রেসের অক্ষত থাকা ৩৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন অমিত শাহ(Amit Shah)। ১৯৮৪ সালে ইন্দিরার মৃত্যুর পর ভোট হয়েছিল গুজরাটে। ১৪৯টি আসন নিয়ে সরকার গঠন করেন মাধব সিং শোলাঙ্কি। সেই রেকর্ড তছনছ হয়ে গেল বৃহস্পতিবার। কংগ্রেস এবং আপ- এই দুই বিরোধীকে কয়েক হাজার মাইল পিছনে ফেলে নতুন গুজরাটের স্বপ্ন উস্কে দিল বিজেপি(BJP-Congress Clash)।
১৮২ আসনবিশিষ্ট গুজরাট বিধানসভায়(Gujarat Assembly Election 2022) বিজেপি পেয়েছে ১৫৭। ৫ বছর আগের তুলনায় ৫৮টি আসন বাড়িয়েছেন তাঁরা। ভোট বেড়েছে প্রায় ৫৩ শতাংশ। প্রথমবার গুজরাটে দাঁড়িয়ে আপের ঝুলিতে গেছে ৫টি আসন। আর ৬১টি আসন হারিয়ে কংগ্রেসের(Congress in Gujarat Eletion 2022) প্রাপ্তি মাত্র ১৬। ভোট শতাংশ কমেছে কংগ্রেসের। এই পরিস্থিতিতে বিজেপি সূত্রে খবর, আগামী ১১ বা ১২ ডিসেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) সহ বিজেপির শীর্ষ নেতারা।
আরও পড়ুন- Himachal Pradesh Election: জয়ের দিনের স্বস্তিতে নেই কংগ্রেস, দল ভাঙানোর আশঙ্কায় ত্রস্ত জয়ী শিবির
অন্যদিকে, আপের আচমকা উত্থানে কংগ্রেসের রক্তক্ষরণ ঠেকানো যায়নি(AAP lost in Gujarat)। অভিযোগ, মোদীগড়ে কেজরিওয়ালের দল বিজেপি-বিরোধী ভোটকে ভাগ করে দেওয়ার ফায়দা তুলেছে গেরুয়া শিবির। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, কংগ্রেসের ভোট কেটেই প্রথমবার গুজরাটে ১৪ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছে আপ। শুধু তাই নয়, ৬টি আসনে এগিয়েও রয়েছে কেজরিওয়ালের দল(Arvind Kejriwal)।
বরাবরই গুজরাটের শহরাঞ্চলের ভোট পায় বিজেপি(BJP in Gujarat)। কিন্তু এতদিন গ্রামাঞ্চলের ভোটেই ভরসা করে এসেছে কংগ্রেস(Congress in Gujarat)। কিন্তু এবারের নির্বাচিনের সেই গ্রামাঞ্চলের ভোটেই থাবা বসিয়েছে আপ(AAP in Gujarat)। ফলে সেখানেও অনায়াসে জিতেছে বিজেপি। আবার সুরাট-আহমেদাবাদের(BJP win in Surat-Ahmedabad) মতো শহুরে এলাকায় বিরোধী ভোট ভাগ করে দিয়ে আখেরে বিজেপিরই সুবিধা করে দিয়েছে আপ(AAP)।