ফ্ল্যাট থেকে মহিলার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য দিল্লিতে(Delhi Murder Case)। শুক্রবার দিল্লির রোহিণী এলাকার এক ফ্ল্যাট থেকে ৩৭ বছর বয়সি এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়(Woman's body found in Delhi flat)। ফ্ল্যাটের মালিকই ওই মৃতদেহ দেখে পুলিশে খবর দেন। তাঁর কথায়, ওই ঘরের দরজা অর্ধেক খোলা অবস্থায় ছিল। ভিতরে ঢুকতেই তিনি দেখেন সেখানে পড়ে রয়েছে মহিলার মৃতদেহ। পুলিশ সুত্রে খবর, মহিলার দেহে বাহ্যিক আঘাতের কোনও চিহ্ন নেই। আগরার(Agra) বাসিন্দা ওই মহিলা তাঁর লিভ-ইন সঙ্গীর সঙ্গে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন দিল্লিতে(Delhi Murder Case)। এখন সেই লিভ-ইন সঙ্গীর খোঁজ চালাচ্ছে দিল্লি পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ১০ দিন আগেই এক যুবকের সঙ্গে এসে ফ্ল্যাট ভাড়া নেন ওই মহিলা। তাঁরা লিভ-ইন সম্পর্কে(Live-In Relation) ছিলেন বলেই খবর। ফ্ল্যাট থেকে দেহ উদ্ধারের পর তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও লাভ হয়নি। কিন্তু তাঁর ফোন বন্ধ ছিল। ফ্ল্যাটের মালিকের(Flat Owner) কথায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের দু'জনকে একসঙ্গে দেখেন তিনি।
আরও পড়ুন- BSF Sniffer Dog : সীমান্তে তিন ছানার জন্ম দিল স্নিফার ডগ, কীভাবে গর্ভবতী, তদন্তের নির্দেশ BSF-এর
প্রাথমিকভাবে অনুমান, মহিলাকে মেরে গা ঢাকা দিয়েছে তাঁর লিভ-ইন সঙ্গী(Live-In Partner)। এই ঘটনার পরেই তাঁদের সম্পর্কের কথা জানতে পারেন মহিলার স্বামী। তিনি কর্মসূত্রে পাঞ্জাবে(Punjab) থাকেন বলেও খবর। যদিও তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিল্লি পুলিশ(Delhi Police)। পুলিশ সূত্রে আরও খবর, তাঁদের এক সন্তানও রয়েছে।