বিয়ের অনুষ্ঠান চলছিল । কনের চোখে তখন নতুন সংসার সাজানোর স্বপ্ন । কিন্তু, সেই স্বপ্ন মুহূর্তের মধ্যেই চুরমার হয়ে যায় । বিয়ের অনুষ্ঠান চলাকালীন হঠাৎই সেখানে উপস্থিত হন এক মহিলা । দাবি করেন,তিনি বরের প্রেমিকা । আট বছর ধরে তাঁরা একসঙ্গে থাকছেন । তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি ।
মুহূর্তের মধ্যেই বিয়ে বাড়ির পরিবেশ বদলে যায় । মনে হচ্ছে যেন কোনও নাটকের সিন চলছে । ওই বরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেই চলেছেন মহিলা । জানা গিয়েছে, পাটিয়ালার বাসিন্দা ওই মহিলা দুই সন্তানের মা । দু'জনেই তাঁর আগের পক্ষের সন্তান । মহিলা জানান,খুব শীঘ্রই তাঁর স্বামীর সঙ্গে ডিভোর্স হবে তাঁর । বিবাহ বিচ্ছেদের মামলাও করেছেন । দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তির সঙ্গে থাকছেন । তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই ব্যক্তি । কিন্তু, এভাবে তাঁর অন্য কোথাও বিয়ের পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতেন না ওই মহিলা ।
এরই মাঝে বর পুলিশকে জানায়, ওই মহিলা তার বিয়ের স্ট্যাটাস নিয়ে মিথ্যে কথা বলে এসেছে । তা জানার পরই তিনি অন্য কাউকে বিয়ের সিদ্ধান্ত নেন । ইতিমধ্যেই ওই মহিলা ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন । এই হাই ড্রামার মধ্যেই কনে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন । বিয়ে বাতিলের পর বিয়ের সব আয়োজনের খরচ বরকেই দিতে হবে হবে বলে জানিয়েছেন কনের পরিবার ।