বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে বিএসএফ জওয়ানদের ওপর হামলা চালাল বাংলাদেশের একদল পাচারকারী। রড এবং ধারাল অস্ত্র দিয়ে জওয়ানদের মাথা কোপানো হল। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ৩৫ ব্যাটেলিয়নের সীমা চৌকি নির্মলচর এলাকায়। হামলায় গুরুতর জখম সীমান্তরক্ষী বাহিনীর দুই জওয়ান সহ ৩ জন। একজনের অবস্থা আশঙ্কাজনক।
বাংলাদেশি পশুপালকদের হাত থেকে ভারতীয় কৃষকদের জমি রক্ষা করতে অস্থায়ী পোস্ট তৈরি করার সময়ই জওয়ানদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।অভিযুক্তদের পরিচয় স্পষ্ট না হলেও তারা গোরু পাচারকারী বলেই দাবি বিএসএফ-এর।
Lionel Messi: ক্লাব কেরিয়ারে ৭০০ গোল! নতুন নজির গড়লেন মেসি
বিএসএফ সূত্রে খবর, ভারতীয় কৃষকদের সুবিধার জন্য সীমান্তের কাছে একটি অস্থায়ী পোস্ট তৈরি করা হয়েছে। এদিন বিকেলে হঠাৎই বাংলাদেশের দিক থেকে শতাধিক দুষ্কৃতী ভারতীয় অংশে প্রবেশ করে এবং লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে জওয়ানদের ওপর হামলা চালায় এবং তাদের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।