আগুন সোনার দাম। বিয়ে হোক বা অনুষ্ঠান সারা বছর মধ্যবিত্ত পরিবারে টুকটাক সোনা কেনার চল রয়েছে। নতুন অর্থবর্ষে সোনার দামে কী প্রভাব পড়ল সেই দিকেই তাকিয়ে দেশবাসী। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ঘোষিত নতুন বাজেটে সোনার বারের উপর বহিঃশুল্ক বাড়বে। তাই একথা বলাই যায় সেক্ষেত্রে দাম বাড়তে পারে সোনার গহনারও। কেননা দেশের বেশির ভাগ সোনাই আমদানি হয় বিদেশ থেকে। তবে সোনার আমদানি শুল্ক বাড়ছে না এখনই। বর্তমানে সোনার আমদানি শুল্ক ১৮.৪৫ শতাংশ।
এদিকে সপ্তাহের শুরুতেই দাম বাড়ল সোনার। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ২৮০ টাকা। তবে, স্বস্তি দিচ্ছে রুপোর বাজার দর। বুধবার অপরিবর্তিত রয়েছে রুপোর দাম (silver Price)।