জেডিইউ-আরজেডি (JDU-RJD) সরকার গঠনের দীর্ঘদিন পর বিহারে আজ আস্থা ভোট । আর এমন এক গুরুত্বপূর্ণ দিনেই শাসকদলের দুই নেতার বাড়িতে সিবিআই আধিকারিকদের হানা (CBI Raid)।
চাকরির জন্য জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত, লালুপ্রসাদের (Lalu Prasad Yadav) দলের রাজ্যসভা সাংসদ আশফাক করিম, বিধান পরিষদের সদস্য তথা দলের কোষাধক্ষ্য সুনীল সিংহ এবং বিধান পরিষদের প্রাক্তন সদস্য সুবোধ রাইয়ের বাড়িতে বুধবার তল্লাশি চালালেন গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। যদিও বিরোধীদের তরফে এই ঘটনাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলা হয়েছে।
Nawazuddin Siddiqui: 'হাড্ডি'র লুকে অর্চনা পুরন সিং-কে নকল নওয়াজ উদ্দিন সিদ্দিকির?
আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকা কালীন এই দুর্নীতি হয় বলে অভিযোগ। সম্প্রতি সিবিআই-এর তরফে এই নিয়েই নয়া মামলা করা হয়েছে লালু, রাবড়ি দেবী, লালুর দুই কন্যা এবং আরও ১২ জনের বিরুদ্ধে।
সপ্তাহ দুয়েক আগেই বিজেপির সঙ্গ ত্যাগ করে আরজেডি-র সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেন নীতীশ কুমার। বুধবার বিধানসভায় সেই সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার পালা। এই আবহে গতকালই আরজেডি নেতা তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ইঙ্গিত দিয়েছিলেন যে আজ ‘কিছু’ হতে পারে।
সিবিআই ২০২১ সালে এই নিয়োগ দুর্নীতির প্রাথমিক তদন্ত শুরু করেছিল। অভিযোগ, লালু প্রসাদ যাদব যখন ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন, তখন জমির বিনিময়ে গ্রুপ-ডি পদের ‘সাবস্টিটিউট’ হিসাবে বেশ কয়েকজনকে নিয়োগ করা হয়েছিল। পরে তাঁদের চাকরি স্থায়ী করা হয়।