বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের(Lalu Prasad Yadav)। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায়(Cattle Food Corruption) জামিন পাওয়ার কয়েকদিনের মধ্যেই আবার লালুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। মুখ্যমন্ত্রী থাকাকালীন চাকরির নিয়োগে দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের হয় মামলা। বুধবার সিবিআই(CBI) রাষ্ট্রীয় জনতা দলের(RJD) প্রতিষ্ঠাতা লালুর বাড়ি-সহ ১৫টি জায়গায় তল্লাশি চালায়।
এখনও পশুখাদ্য মামলার(Cattle Food Corruption) রেশ কাটেনি। সদ্য জামিনে মুক্তি পেয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী(Lalu Prasad Yadav)। মাস খানেক আগে জেল থেকে বাড়ি ফিরেছেন তিনি। গত মাসে এই মামলায় ঝাড়খণ্ড হাইকোর্ট(Jharkhand High Court) থেকে জামিন পান বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আবার এক মামলার মুখোমুখি হলেন ৭৩ বছর বয়সি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- Navjot Singh Sidhu:তিন দশকের পুরনো খুনের মামলায় সিধুর জেল, রায় সুপ্রিম কোর্টের
এর মাঝেই অসুস্থতার জন্য নয়াদিল্লির এইমসে(AIIMS New Delhi) ভর্তি করানো হয়েছিল লালুকে। এইমস থেকে ছাড়া পেয়ে দিল্লিতে মেয়ে মিসা ভারতীর বাড়িতে ছিলেন এই প্রবীণ রাজনীতিক(Lalu Prasad Yadav)। এর মধ্যেই ফের নয়া মামলায় তাঁর বিপদ বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।