দিল্লির মর্মান্তিক ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলো। গাড়ির চাকার তলায় হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে এক মহিলাকে কয়েক কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়া হয়। যার ফলেই মৃত্যু হয় তাঁর।
নতুন ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে, অভিযোগের তীর যে গাড়িটির দিকে, সেটি রাস্তায় ইউ-টার্ন নিচ্ছে। গাড়ির বাঁদিকের চাকার তলায় কোনও একটি বস্তু রয়েছে। এটিই সেই জায়গা, যেখানে ওই ঘটনার সাক্ষী দীপক দাহিয়া মৃত তরুণীকে চাকার তলায় হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যেতে দেখেছিলেন ১ জানুয়ারি ভোরবেলা।
জানা গিয়েছে, রবিবার ভোরে একটি স্কুটি নিয়ে যাচ্ছিলেন ওই তরুণী । সেই সময় পিছন থেকে একটি গাড়ি ধাক্কা মারে তাঁকে । এখানেই শেষ নয়,ওই তরুণী গাড়ির নিচে আটকে যায় । সেই অবস্থাতেই তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি । এরপর কাঞ্ঝাওয়ালা এলাকায় তরুণীর দেহটি গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ।
এই ঘটনাকে 'ভয়াবহ' এবং 'অমানবিক' অ্যাখ্যা দিয়ে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা বলেন, 'লজ্জায় তাঁর মাথা হেঁট হয়ে আসছে'।
সূত্রের খবর, পুলিশের কাছে ভোর ৩ টে ২৪ নাগাদ একটি ফোন আসে । তখনই তাঁরা খবর পান, একটি গাড়ি একটি দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে । ভোর ৪টে ১১ নাগাদ আরও একটি ফোন আসে পুলিশের কাছে । বলা হয়, রাস্তার পাশে এক তরুণীর নগ্ন দেহ পড়ে রয়েছে । এরপরই পুলিশ দেহটি উদ্ধার করে । পরে ঘাতক গাড়িটিকে সনাক্ত করে তারা ।
Meanwhile, Delhi Lieutenant Governor VK Saxena said that his "head hangs in shame". Saxena called the incident an "inhuman crime", and said he was "shocked at the monstrous insensitivity" of the accused who were later arrested.