গুজরাতের সেতু দুর্ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে। মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৪০ জনের বেশি। ওই ঘটনার সময় ঠিক কী হয়েছিল, তার সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে। পুলিশ ওই ভিডিয়োর সত্যতা নিশ্চিত করেছে।
ব্রিটিশ আমলে তৈরি এই ঝুলন্ত সেতু। রবিবার ভিড় জমিয়েছিল একাধিক লোক। আচমকাই হুড়মুড় করে ভেঙে পড়ে সেতুটি। একাধিক মানুষ ওই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারান। এখনও নিখোঁজ প্রচুর মানুষ। উদ্ধারকাজ চলছে। ওই সিসি ক্যামেরার ভিডিয়োতে দেখা যায়, নিমেষের মধ্যে কীভাবে ভেঙে পড়ে ঝুলন্ত সেতুটি।
গুজরাতের মোরবিতে নদীর উপর এই ঝুলন্ত সেতু মাত্র ৬ দিন আগে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। অভিযোগ, উঠেছে প্রশাসনের কাছ থেকে সবুজ সঙ্কেত না নিয়েই খুলে দেওয়া হয়েছিল ওই সেতু। এমনকি ব্রিজের 'ফিটনেস সার্টিফিকেট' নেওয়া হয়নি। ফলে, কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ উঠেছে।
যদিও বিপর্যয়ের কারণ হিসেবে বলা হচ্ছে, রবিবার সন্ধেয় সেতুর উপর মাত্রাতিরিক্ত ভিড় হওয়ার কারণেই ভেঙে পড়েছে সেতুটি। তবে, এই কারণেই সেতুটি ভেঙে পড়েছে কি না, তা জানা যাবে তদন্তের পর। মৃতদের পরিবারকে ইতিমধ্যেই গুজরাত সরকার ৪ লক্ষ টাকা ও কেন্দ্র সরকার ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলেও ঘোষণা করা হয়েছে।