National Holiday: ১৪ এপ্রিল দেশজুড়ে ছুটি ঘোষণা কেন্দ্রের, টানা চারদিন ছুটি নেওয়ার সুযোগ সরকারি কর্মীদের

Updated : Apr 06, 2022 19:30
|
Editorji News Desk

১৪ এপ্রিল দেশ জুড়ে ছুটি ঘোষণা কেন্দ্রীয় সরকারের (Central Govt)। ১৪ এপ্রিল ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী (Ambedkar Jayanti)। তাই এদিন কেন্দ্রীয় সরকারের সব ধরনের পরিষেবা বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। এতদিন পর্যন্ত আম্বেদকর জয়ন্তী হিসেবে পালন করা হলেও সরকারি ছুটি ছিল না। এবার দেশের সংবিধান প্রণেতার জন্মদিবসে ছুটি (National Holiday) ঘোষণা করল কেন্দ্র।

জানা গিয়েছে, ১৪ এপ্রিল দেশের সমস্ত সরকারি প্রতিষ্ঠান, আদালত, পোস্ট অফিস বন্ধ থাকবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের ছুটি ছাড়াও নববর্ষ উপলক্ষে রাজ্য সরকারের কর্মচারীদেরও ছুটি থাকবে। সে ক্ষেত্রে মাঝের শুক্রবার ছুটি নিলে টানা চারদিনের লম্বা ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। এপ্রিল মাসের মাঝামাঝি এই ছুটির ঘোষণায় অনেকটাই খুশি সরকারি কর্মচারীরা।

এপ্রিলের মাঝে এসে হঠাৎ করেই ছুটি ঘোষণা করায় সরকারি কর্মচারীদের মনে খুশির হাওয়া। ১৪ এপ্রিল আম্বেদকর জয়ন্তীতে ছুটি পেলে নববর্ষে বিশেষ প্ল্যান করা যাবে। তারপর তো শনিবার ও রবিবার ছুটি তো থাকবেই। এক সপ্তাহ হাতে পেলেও এই টানা চারদিন দার্জিলিং বা অন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানও শুরু করে দিয়েছেন সরকারি কর্মচারীরা।

এপ্রিল মাস থেকে নতুন অর্থবর্ষ শুরু হয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষ শুরু হয়েছে। এপ্রিল মাসে মোট ১৫ দিন ছুটি থাকছে ব্যাঙ্ক। ব্যাঙ্কের অধিকাংশ কাজ এখন অনলাইনেই হয়ে যায়। KYC জমা, চেক জমা বা লকার, এরকম অনেক কাজ আছে, যা ব্যাঙ্কে না গেলে সম্ভব নয়। কিন্তু এপ্রিল মাসে সব মিলিয়ে প্রায় ১৫ দিন ছুটি থাকছে ব্যাঙ্ক সেক্টর । দ্বিতীয় ও চতুর্থ শনিবার ও চারটি রবিবার এমনি ছুটি থাকে ব্যাঙ্কে। কিন্তু আরও ১১ দিন ব্যাঙ্কে কর্মচারীরার ছুটিতে থাকবেন।

আরও পড়ুন: মিলবে না পরিষেবা, এপ্রিল মাসে ১৫ দিন ছুটি ব্যাঙ্ক কর্মচারীদের

১ এপ্রিল অর্থবর্ষের প্রথম দিন ছুটি ছিল ব্যাঙ্কে। এদিন ব্যাঙ্কের ক্লোজিং ডে। ২ এপ্রিল বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, মুম্বই, নাগপুর, পানাজি ও শ্রীনগরে গুড়ি পাড়ওয়া ছিল। একই দিনে হয় উগাদি উৎসব। নবরাত্রির প্রথম দিনে উত্তর ভারতে বন্ধ ছিল ব্যাঙ্ক। তেলুগু নববর্ষের দিনও হায়দরাবাদেও বন্ধ ছিল ব্যাঙ্ক। চেরাওবা উৎসবে কারণে বেঙ্গালুরুতে ব্যাঙ্কের কাজ বন্ধ ছিল। এবার এই তালিকায় যোগ হল ১৪ এপ্রিলও।

Ambedkar JayantiAmbedkarApril Holiday ListBR AmbedkarholidaysApril 14National HolidayGovt Employees

Recommended For You

Kashmir Attack:  ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে
editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক