২০১৯ সালের জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে দেওয়ার পর এবার সেখান থেকে সেনা প্রত্যাহারের চিন্তা শুরু করেছে কেন্দ্র। ইতিমধ্যেই এ সম্পর্কে একটি প্রস্তাবনার আলোচনা করা হয়। তবে এই প্রস্তাবনা গৃহীত হলে জম্মু-কাশ্মীরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত ছাড়া আর কোথাও সেনা মোতায়েন থাকবে না। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, কাশ্মীর থেকে সম্পূর্ণ সেনা প্রত্য়াহার নিয়ে প্রস্তাবনা নিতে চলেছে কেন্দ্র। গত দু'বছর ধরেই এ বিষয়ে আলোচনা চলছে বলেই খবর।
ভারতীয় সেনা সূত্রে খবর, জম্মু-কাশ্মীরে আপাতত প্রায় ১ লক্ষ ৩০ হাজার সেনা জওয়ান মোতায়েন রয়েছে। এর মধ্যে আবার ৮০ হাজার জওয়ান আন্তর্জাতিক সীমান্ত রক্ষার দায়িত্বে। অন্য়দিকে, রাষ্ট্রীয় রাইফেলসের ৪০ থেকে ৫০ হাজার বাহিনী কাশ্মীরের অভ্যন্তরে সন্ত্রাস দমনের কাজ চালাচ্ছে। শুধু তাই নয়, জম্মু-কাশ্মীরে নিজস্ব পুলিশের সংখ্য়াও বিপুল। মোট ৮৩ হাজার পুলিশ বাহিনী রয়েছে বলেই খবর।
আরও পড়ুন- Gold Price Today: সপ্তাহের শুরুতেই মধ্যবিত্তের 'সোনার হাসি', সোনা-রুপোয় দাম কমল ১০০ টাকা