মোবাইলে মেসেজ অ্যাপের মাধ্যমে সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগ নতুন কিছু নয়। এবার, তা নিয়ে স্পষ্ট কিছু প্রমাণ পাওয়ায় পাক সন্ত্রাসবাদীরা অহরহ ব্যবহার করে এমন ১৪টি মোবাইল মেসেজিং অ্যাপ ব্লক করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এই অ্যাপগুলির মাধ্যমেই পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা তথ্য আদানপ্রদান করতো বলে জানাচ্ছে ভারত সরকার।
এই নিষিদ্ধ হয়ে যাওয়া অ্যাপগুলি হল- ক্রিপভাইজার, এনিগমা, সেফসুইস, উইকরমি, মিডিয়াফায়ার, ব্রায়ার, বিচ্যাট, ন্যান্ডবক্স, কোনিয়ন, আইএমও, এলিমেন্ট, সেকন্ড লাইন, জাঙ্গি এবং থ্রিমা। এই অ্যাপগুলি নিষিদ্ধ করার ফলে সন্ত্রাসবাদী কার্যকলাপের উপর বড়সড় পদক্ষেপ গ্রহণ করা হল বলে মনে করছে ওয়াকিবহালমহল।