ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

Updated : Dec 18, 2024 12:05
|
Editorji News Desk

দেশের নাগরিকদের জন্য় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছে কেন্দ্র। এবার স্বাস্থ্যের পরিসংখ্যানের জন্য বিশেষ আধার কার্ড নিয়ে এল ভারত সরকার। কিন্তু কী এই বিশেষ আধার কার্ড! এই কার্ড কেন সবাইকে করাতেই হবে! 

এর নাম ABHA আইডি বা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট কার্ড। নতুন এই অ্য়াকাউন্ট দেশের স্বাস্থ্য পরিষেবার একটা বড় অংশ হবে। এই কার্ডই ভারতীয় নাগরিকদের স্বাস্থ্য আধার। প্রত্যেক নাগরিকের একটি ইউনিক অ্যাকাউন্ট ও আইডি থাকবে। একেই বলা হচ্ছে ABHA আইডি। একটি ডিজিটাল হেলথ রেকর্ড সিস্টেমে অন্তর্ভুক্ত করবে সরকার। 

জানা গিয়েছে, এই ABHA আইডি ১৪ সংখ্যার ইউনিক নম্বর হবে। এর সঙ্গে আধার কার্ড, মোবাইল নম্বর, মেডিকেল রেকর্ড, বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষার রিপোর্ট ডিজিটালি সংরক্ষিত করা হবে। কেউ যখন চিকিৎসার জন্য হাসপাতাল বা ক্লিনিকে যাবেন, তখন তাঁকে আর আগের রিপোর্ট নিয়ে যেতে হবে না। বাড়ি থেকে দূরে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, তা হলে এই ABHA আইডির সাহায্য়ে ওই ব্যক্তির আগে কোনও রোগ ছিল কিনা, কী কী পরীক্ষা বা চিকিৎসা হয়েছে, সবটাই জানা যাবে। যা পরবর্তী চিকিৎসায় কাজে লাগবে।

কীভাবে এই ABHA আইডি তৈরি করবেন! 

ABHA ওয়েবসাইটে গিয়ে Create ABHA Number সিলেক্ট করতে হবে। এরপর আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মতো কোনও পরিচয়পত্র দিতে হবে। আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি OTP আসবে। ওটিপি ভেরিফাই করে এই আইডি তৈরি করতে হবে। সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করে এই আইডি ডিজিটালি ডাউনলোড করা যাবে।

কী কী সুবিধা

আপনার স্বাস্থ্য সংক্রান্ত সব তথ্যের ডিজিটাল রেকর্ড থাকবে। সহজেই তা দেশের যে কোনও স্থানে বসে আগের সব রিপোর্ট দেখা যাবে। ভিনদেশে চিকিৎসা করাতে গেলেও সমস্যা হবে না।

বিমা ও স্বাস্থ্য প্রকল্পের সঙ্গেও যোগাযোগ করতে অসুবিধা হবে না। এই আইডির মাধ্যমে দেশের যে কোনও স্বাস্থ্যবিমার পরিষেবা পেতে পারেন।

ABDM ABHA অ্যাপও আনা হচ্ছে। ওই অ্য়াপ ব্যবহার করে পাবলিক হেলথ রেকর্ড শেয়ার করা যাবে। 

চিকিৎসক, হাসপাতাল বা স্বাস্থ্যকর্মীরা যে কোনও সেন্টার থেকেই এই ABHA আইডির তথ্য সংগ্রহ করতে পারবেন।

Central Government

Recommended For You

Kashmir Attack:  ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে
editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক