শুধু চিনেই নয়, করোনা ফের ডালপালা বিস্তার করছে ভারতেও। এর মধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য দিল্লিতে বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের সঙ্গে একটি বৈঠকের পর সাফ জানিয়ে দিলেন, এ দেশ থেকে করোনা এখনও যায়নি। তাই এখনই দেশকে স্বচ্ছন্দে 'সম্পূর্ণ করোনামুক্ত' বলে ঘোষণা করা সম্ভব হচ্ছে না।
এই বৈঠকের পর একটি টুইটও করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সেই টুইটে তিনি সাফ জানান, ইতিমধ্যেই করোনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের কর্মীদের ওপর সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয়, করোনার নতুন ভ্যারিয়ান্ট যা আসলে চিন থেকে এসেছে, তার মোকাবিলা কী কী উপায়ে করা যাবে, আলোচনা হয়েছে তা নিয়েও। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, যে কোনওভাবেই দেশকে করোনামুক্ত করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। দেশের সমস্ত নাগরিককে বুস্টার ডোজ গ্রহণ করতে এবং সমস্তরকম সতর্কতার মাধ্যনে জীবনযাপন করার অনুরোধও জানান তিনি।