রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল এবং এমটিএনএল-কে তাদের ১০ কোটি টাকা পর্যন্ত মূল সম্পত্তিগুলি চিহ্নিত করার নির্দেশ দিল টেলিকমিউনিকেশন মন্ত্রক। প্রতিটি বিভাগে এই সীমার মধ্যে অন্তত দশটি সম্পদ বিএসএনএল চিহ্নিত করতে পারবে বলে মনে করা হচ্ছে। বিএসএনএল ও এমটিএনএলকে বাঁচানোর জন্য কেন্দ্রের পক্ষ থেকে ১ লক্ষ ৬৪ হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়া হলেও, এই পদ্ধতিতে সম্পদ চিহ্নিতকরণের মাধ্যমে সংস্থাগুলির পক্ষে ঋণ মেটানো কিছুটা সুবিধা হবে বলে মনে করছে সরকার।
বিএসএনএলের মোট সম্পত্তির পরিমাণ এখনও স্পষ্টভাবে জানা না গেলেও, এমটিএনএলের সম্পত্তির পরিমাণ ৩০ হাজার কোটি টাকার আশেপাশে বলে অনুমান।
উল্লেখ্য, কেন্দ্র চাইছে চাঙ্গা হতে দ্রুত পুনরুজ্জীবন প্রকল্পগুলি নিয়ে এগোক বিএসএনএল। যে কারণে সংস্থার সঙ্গে এমটিএনএল-কে সংযুক্ত করার প্রস্তাব কার্যকর করার জন্য জোর দিচ্ছে তারা।
অন্যদিকে, এমটিএনএল শেয়ার বাজারে নথিভুক্ত। সংগঠনগুলির এটাও দাবি ছিল, বিএসএনএলের বিলগ্নিকরণের দরকার নেই। শেয়ার বাজার থেকে এমটিএনএলের নথিভুক্তি বাতিল করে তার পরে যেন বিএসএনএলে সেটিকে সংযুক্ত করা হয়।