লক্ষী পুজোর আগেই সবজি থেকে ফলের বাজারে আগুন। দেশের সর্বত্রই প্রায় একই অবস্থা। এর মধ্যেই চেন্নাইয়ের মায়লাপোর বাজারে সবজি কিনলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি সবজি কেনার পাশাপাশি সেখানকার বিক্রেতা এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন।
শনিবার চেন্নাইয়ে বিশেষভাবে সক্ষম শিশুদের একটি সেন্টারের উদ্বোধনে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখানে থেকেই সবজি বাজারে গিয়েছিলেন তিনি। অর্থমন্ত্রীর অফিসের টুইটার হ্যান্ডলে দেখা গিয়েছে, মিষ্টি আলু কিনছেন অর্থমন্ত্রী। এটা-ওটা কেনার পাশাপাশি উচ্ছেও নেড়েচেড়ে দেখেছেন।
ক্রমাগত মূল্যবৃদ্ধিতে নাজেহাল গোটা দেশ। সে সময় রাস্তায় নেমে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই পদক্ষেপ আদৌও কতটা ফলপ্রসূ হয়, সেটাই এখন দেখার।