ইংল্যাণ্ডে করোনার নয়া রূপের বাড়বাড়ন্তে ফের ছড়াচ্ছে আতঙ্ক । উদ্বেগে রয়েছে এ দেশের সরকারও । করোনার এই নয়া রূপের মোকাবিলায় সোমবার উচ্চপর্যায়ের বৈঠক করল কেন্দ্র । ওই বৈঠকে রাজ্যগুলিকে করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে ।
করোনার নতুন রূপের নাম হল ইজি ৫.১ অথবা এরিস । ওমিক্রনের মতোই ইংল্যাণ্ডে হু হু করে ছড়াচ্ছে এই এরিস । বিশেষত বয়স্করাই করোনার এই নয়া রূপে আক্রান্ত হচ্ছেন। কেন্দ্রীয় সরকার বৈঠকে জানিয়েছে, করোনাভাইরাসের রূপ চিহ্নিত করার জন্য রাজ্যগুলিকে জিনোম সিকোয়েন্স পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে । পরীক্ষার সামগ্রিক সংখ্যা বাড়ানোর জন্যেও বলা হবে ।
এরিস আক্রান্তদের উপসর্গ আলাদা কিছু নয় । করোনার এই রূপের উপসর্গ হল সর্দি, হাঁচি-কাশি, হালকা জ্বর এবং মাথা ঘোরা ।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা দু'টো টিকা নেওয়া থাকলেও কোনও কাজ হচ্ছে না । সেক্ষেত্রে ‘বুস্টার শট’ নেওয়া খুব জরুরি বলে মনে করছেন তাঁরা । উল্লেখ্য, তিন সপ্তাহ ধরে ইংল্যান্ডে করোনার নতুন রূপে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে । হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বাড়ছে ।