India New Flag Code 2022: স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে পতাকা বিধিতে পরিবর্তন, ২৪ ঘন্টাই উড়বে জাতীয় পতাকা

Updated : Jul 31, 2022 08:03
|
Editorji News Desk

স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে নয়া উদ্যোগ কেন্দ্রের। এবার ভারতের পতাকা বিধি ২০২২-ও পরিবর্তন করল কেন্দ্র। এর ফলে এখন থেকে দিন-রাত মিলিয়ে ২৪ ঘণ্টাই সাধারণ মানুষ দেশের তেরঙ্গা জাতীয় পতাকা ওড়াতে পারবেন। উল্লেখ্য, এর আগেই ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি শুরুর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ১৩ থেকে ১৫ অগস্ট তিনদিন ধরে পালন করার কথা ‘হর ঘর তিরঙ্গা’। দেশের প্রতিটি বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার কথা বলা হয়েছে ওই তিন দিন। 

এতদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্তই জাতীয় পতাকা ওড়ানোর অনুমতি ছিল। সূর্যাস্তের পর পতাকা নামিয়ে নিতে হত। তবে ২৩ জুলাই, শনিবার সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক এবং বিভাগের সচিবদের একটি চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ​​ভাল্লা বলেছেন, ‘ভারতীয় জাতীয় পতাকার প্রদর্শন, উত্তোলন এবং ব্যবহার ভারতের পতাকা বিধি, ২০০২ এবং জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন, ১৯৭১ দ্বারা নিয়ন্ত্রিত। ২০ জুলাই, ২০২২-এ একটি আদেশ জারি করে ভারতের পতাকা বিধি, ২০০২ সংশোধন করা হয়েছে। ভারতের পতাকা বিধি, ২০০২-এর দ্বিতীয় অংশের ২.২ অনুচ্ছেদের ১১ নম্বর ধারাটি এখন থেকে এরূপ হবে – মুক্ত পরিবেশে বা জনসাধারণের বাড়িতে জাতীয় পতাকা প্রদর্শিত হলে, এটি দিনরাত ওড়ানো যেতে পারে।’ 

আরও পড়ুন- Booster Dose : এবার দুয়ারে বুস্টার ডোজ, আবাসন, বাজার কর্তৃপক্ষ আবেদন করলেই মিলবে বুস্টার টিকা

পাশাপাশি, ভারতের জাতীয় পতাকা তৈরির জন্য ব্যবহৃত উপাদান এবং তৈরির পদ্ধতির বিষয়েও কিছু সংশোধন করা হয়েছে। এখন থেকে যন্ত্রে তৈরি এবং পলিয়েস্টারের তৈরি জাতীয় পতাকাও ব্যবহার করা যাবে। নয়া সংশোধনীতে বলা হয়েছে, ‘জাতীয় পতাকা চরকা এবং হাতে বোনা বা যন্ত্রে তৈরি, সুতি-পলিয়েস্টার-উল-সিল্ক-খাদি-বান্টিং কাপড় দিয়ে তৈরি করা যাবে।’ এর আগে যন্ত্রে তৈরি এবং পলিয়েস্টারের তৈরি পতাকা ব্যবহার করার অনুমতি ছিল না। 

National Flag CodeAjay Kumar BhallaIndependence Day celebration75 years

Recommended For You

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন

editorji | ভারত

Abhishek Banerjee : নেত্রী মমতাকে ইন্ডিয়া জোটে চান অভিষেক, নির্বাচন নিয়ে কটাক্ষ কেন্দ্রকে