জরায়ু ক্যানসারের (Cervical Cancer) টিকাকরণ শুরু হচ্ছে খুব শীঘ্রই । NTAGI-এর তরফে জানানো হয়েছে, আগামী বছর মাঝামাঝি সময়ে ৯-১৪ বছর বয়সী মেয়েদের জন্য টিকাকরণ (Cervical Cancer Vaccine) অভিযান শুরু হবে । ২০২৩-এর এপ্রিল-মে নাগাদ সার্ভিক্যাল ক্যানসার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমাভাইরাস (HPV) ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করা হয়েছে ।
সার্ভিক্যাল ক্যানসার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমাভাইরাস খুবই কার্যকরী বলে মনে করছেন ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন (NTGI) প্রধান ডাঃ এন কে অরোরা । তিনি আরও জানিয়েছেন, রোগটি প্রাথমিকভাবে নির্ণয় করা হলে তা নিরাময়যোগ্য । তার জন্য ৩৫ বছর বয়সের পরে স্ক্রীনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন, UP Man hides Mother's Body: সৎকারের টাকা নেই, বাড়িতেই মায়ের দেহ আগলে বসে মানসিক ভারসাম্যহীন ছেলে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য় অনুযায়ী, জরায়ুর ক্যানসারের দিক থেকে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। প্রতি বছর অন্তত ৬৭ হাজার মানুষ জরায়ুর ক্য়ানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া গত ১২ জুলাই এই টিকাকে ছাড়পত্র দেয় ।