দেশের স্বার্থে টেলিভিশনে বরাদ্দ করতে হবে অন্তত ৩০ মিনিট। দেশের সব টেলিভিশন চ্যানেলের জন্য এমনই নির্দেশ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের। খেলা , বন্যপ্রাণী বিষয়ক চ্যানেল ও বিদেশি চ্যানেলগুলি এর আওতায় পড়বে না।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র জানিয়েছেন, আগামী কিছুদিনের মধ্যে চ্যানেল আধিকারিকদের সঙ্গে বৈঠক আছে। সেখানেই তাঁদের এই নির্দেশ পৌঁছে দেওয়া হবে। প্রচারের বিষয়বস্তু তথ্যমন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, "চ্যানেলগুলিকে সম্প্রচারের জন্য নির্দিষ্ট কম্পাঙ্ক ব্যবহার করতে হয়। এই ফ্রিকোয়েন্সি সর্বজনীন সম্পত্তি। তাই এর কিছুটা সাধারণ মানুষের জন্য ব্যবহার করতে হবে।"
কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, চ্যানেলগুলির প্রচারের বিষয়বস্তু নিয়ে কোনও ছুৎমার্গ থাকবে না। শিক্ষা, স্বাক্ষরতা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি, নারী কল্যাণ, অনগ্রসর শ্রেণির উন্নয়ন, পরিবেশ রক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় সংহতি- যে কোনও বিষয় নিয়ে প্রচার করা যেতে পারে। নির্দেশিকায় বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার প্রয়োজন মতো জাতীয় স্বার্থ বিষয়বস্তু সম্প্রচারের উদ্দেশে নির্দেশিকা জারি করতে পারে। চ্যানেলগুলিকে তা মেনে চলতে হবে।