দালাই লামার (Dalai Lama) উপর গুপ্তচর বৃত্তি (Spying) করার অভিযোগ। বুদ্ধগয়া (Budhgaya) থেকে আটক এক চিনা মহিলা (Chinese Woman)। এনডিটিভির একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গত এক বছর ধরে ভারতের বিভিন্ন স্থানে ছিলেন ওই মহিলা। বৃহস্পতিবার বিকেলে বিহার পুলিশ তাঁকে আটক করে। পুলিশ সূত্রে খবর, মহিলার নাম সং জায়োলাম।
বৃহস্পতিবার সকালেই বুদ্ধগয়ায় এক মহিলার স্কেচ প্রকাশ করে সার্চ অ্যালার্ট জারি করে পুলিশ। মহিলার পাসপোর্ট ও ভিসার বিবরণও প্রকাশ করে দেওয়া হয়। মহাবোধি টেম্পলেও নিরাপত্তা বাড়ানো হয়।
আরও পড়ুন: দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ সিবিএসই-র, কবে শুরু হবে জেনে নিন
এরপরই আটক করা হয় ওই মহিলাকে। জানা গিয়েছে, ২০১৯ সালে ভারতে এসেছিলেন সং। পরে ফের চিনে ফিরে যান।