গত বছরের বড়দিনের উপরে ছায়া ফেলেছিল কোভিড আতঙ্ক (Covid-19)। এই বছরের বড়দিনেও তার ব্যতিক্রম নয়। করোনাভাইরাসের (Coronavirus) নতুন প্রজাতি ওমিক্রনের (Omicron) দাপটে ত্রস্ত দেশ। তার মাঝেই দেশজুড়ে পালিত হল বড়দিন।
রাস্তাঘাট সেজে উঠেছে আলোয়। আলোকমালায় ঝলমল করছে গির্জাগুলি। কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু শহর এবং রাজ্যে জারি হয়েছে বিধিনিষেধ।
বেশ কিছু চার্চে দর্শকদের প্রবেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা।
Lake Town Christmas: সুজিত বসুর উদ্যোগে লেকটাউনে বড়দিনের উৎসব
মানুষজনকে দেখা গিয়েছে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে, মোমবাতি জ্বালাতে। রাস্তার ধারের হকারদের কাছ থেকে বড়দিনের উপহারও কিনেছেন অনেকে।