দিল্লির বিশেষ এনআইএ আদালতে দোষী সাব্যস্ত জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা ইয়াসিন মালিক। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে উপত্যকায় জঙ্গিদের অর্থ সাহায্য করার অপরাধে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ইয়াসিন মালিকের সাজা ঘোষণার পর থেকেই উত্তপ্ত শ্রীনগরের মাইসুমা এলাকা।
শ্রীনগরের বিখ্যাত লালচকের কাছে অবস্থিত মাইসুমা। এখানার বাসিন্দা জেকেএলএফ নেতা ইয়াসিন মালিক। জানা গিয়েছে, মালিকের সাজা ঘোষণার পরেই পুলিশকে লক্ষ্য করে এই এলাকায় পাথর ছোড়া হয়। প্রশাসনের দাবি, পাল্টা কাঁদানে গ্যাসের সেল পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।
এদিন মাইসুমায় ইয়াসিন মালিকের বাড়ির সামনে প্রথম থেকে ভিড় লক্ষ্য করা গিয়েছিল। জেকেএলএফ নেতার হয়ে স্লোগান দেন স্থানীয় বাসিন্দারা। শ্রীনগরের বেশ কিছু এলাকা আগে থেকেই বন্ধ করা হয়েছে। কড়া নিরাপত্তায় ঢাকা উপত্যকা।