পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশের (Himachal Pradesh Cloudburst) ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ থামছেই না।
প্রবল বৃষ্টিপাতের জেরে কুল্লু (Kullu) জেলায় ১৭ জুলাই অন্তত একজনের মৃত্যু হয়েছে, তিনজন গুরুতর আহত।
ভোর চারটে নাগাদ জলের স্রোত কায়াস গ্রামকে প্রায় ভাসিয়ে নিয়ে যায়। সব রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে।
Anti ageing Drug: বার্ধক্য ঠেকিয়ে রাখার ওষুধ আবিষ্কার? বিস্ফোরক দাবি হাভার্ডের বিজ্ঞানীদের
হিমাচল প্রদেশের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।
গত ২৪ জুন বর্ষা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রবল বৃষ্টি এবং পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১৮ জনের। এছাড়াও মোট ক্ষতির পরিমাণ ৪,৪১৫ কোটি টাকা। স্টেট এমারজেন্সি রেসপন্স সেন্টার এই তথ্য দিয়েছে।